শিরোনাম

গ্রেনেড হামলায় চোখ হারানো বরিশালের সালামের খোঁজ নেয়না কেউ

Views: 28

বরিশাল অফিস : ২১ আগস্ট গ্রেনেড হামলায় চোখ হারানো বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব বাকাই এলাকার মৃত কালাচান সরদারের ছেলে আওয়ামী লীগ কর্মী আব্দুস সালাম সরদারকে (৫০) সেই দিনের দুঃসহ স্মৃতি আজও তাড়া করে বেড়ায়। তবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি তাঁর রয়েছে অভিমান। তেমন কোনো সহায়তা পেলেননা, পরিবারের খোঁজ নেয়না কেউ।

আওয়ামী লীগ কর্মী সালাম সরদার বলেন, ছোট বেলা থেকেই কর্মের সুবাদে ঢাকার মিরপুরে থাকতাম। কখনো গাড়ির হেলপার আবার কখনো সুপারভাইজার ছিলাম। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে আওয়ামী লীগের বিভিন্ন সভা সমাবেশে যোগ দিতাম কাজের ফাঁকে।

ঘটনার দিন ২০০৪ সালের ২১ আগস্ট বিকেলে মিছিলের সঙ্গে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে যাই। হঠাৎ বিকট শব্দে সমাবেশস্থল কেঁপে ওঠে। এরইমধ্যে কি যেন একটা উড়ে এসে আমার (সালাম) বাম চোখ এবং পায়ের গোড়ালিতে পরে ধোয়া বের হয়ে যায়। ওই সময় আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। পরবর্তীতে কয়েকজনে মিলে আমাকে আমার বাসায় পৌঁছে দেয়। তিনি বলেন, এরপর আমার স্ত্রী ও ভাগ্নে আমাকে বিভিন্ন হাসপাতালে গিয়েও ভর্তি করাতে পারে নাই। একপর্যায়ে ওইদিন রাতে শ্যামলী গোল্ডেন হাসপাতালে ঘুষ দিয়ে আমাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

দীর্ঘদিন চিকিৎসার পর আমি সুস্থ হলেও আমার বাম চোখ নষ্ট হয়ে যায়। পরবর্তীতে ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আমার চিকিৎসার জন্য বিভিন্ন দফতরে সাহায্যের আবেদন করেও আজ পর্যন্ত কোন সাহায্য পাইনি। তিনি আরও বলেন, ২০১২ সালে ঢাকা ছেড়ে নিজ এলাকায় চলে আসি। বর্তমানে চিকিৎসার অভাবে আমার অন্য চোখটিও অন্ধ হওয়ার পথে। গ্রেনেড হামলায় আহত সালাম তার সুচিকিৎসার জন্য মন্ত্রী পদমর্যাদায় থাকা বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

আওয়ামী লীগ কর্মী সালামের স্ত্রী রাশিদা বেগম বলেন, ওইদিন অপরিচিত দুই লোক গুরুতর আহত অবস্থায় আমার স্বামীকে বাসায় পৌঁছে দেয়। এরপর ৪/৫টি হাসপাতালে তাকে ভর্তি করানোর জন্য গিয়েছি। কিন্ত আওয়ামী লীগ কর্মী এবং গ্রেনেড হামলায় আহত হয়েছে যেনে কোন হাসপাতাল ভর্তি নেয়নি। পরে শ্যামলীর একটি হাসপাতালে ঘুষ দিয়ে স্বামীকে ভর্তি করে চিকিৎসা করিয়েছি। কিন্তু ঘটনার প্রায় ১৯ বছর পার হয়ে গেলেও এ বিষয়ে আজ পর্যন্ত কারো সহযোগিতা পাইনি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেন তিনি।

এ বিষয়ে গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি প্রদীপ কুমার দত্ত বলেন, বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় সেদিন গুরুতর আহত হয়েছিলো আওয়ামী লীগ কর্মী সালাম সরদার। এরপর তিনি দীর্ঘদিন চিকিৎসা নিয়েছে। উন্নত চিকিৎসার জন্য একবার প্রধানমন্ত্রী বরাবরে আবেদনও করেছিলেন। কিন্তু কোন সাহায্য পেয়েছিলেন কিনা তা জানা নাই।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *