শিরোনাম

গ্রেফতারী পরওয়ানা জারী হওয়ায় ঝালকাঠিতে বাদী পুত্রের উপর হামলা!

Views: 78

বরিশাল অফিস: ঝালকাঠিতে পুর্ব শত্রুতার জের ধরে ঝালকাঠির একটি আদালতে গ্রেপ্তারী পরওয়ানা জারী হওয়ায় ক্ষিপ্ত হয়ে বাদীর কলেজ পড়ুয়া ছেলেকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সরকারী কলেজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ঐ ছাত্রের বাবা ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের পাঞ্জিপুথিপাড়া গ্রামের মিজানুর রহমান হাওলাদার বাদী হয়ে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। আহত আসাদুজ্জামান ঝালকাঠি সরকারী কলেজের অর্নাস প্রথম বর্ষের শিক্ষার্থী।

অভিযোগ সুত্রে জানাগেছে, সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের পাঞ্জিপুথিপাড়া গ্রামের মিজানুর রহমান হাওলাদারের সাথে নবগ্রাম ইউনিয়নের গোয়লকান্দা গ্রামের বিপ্লব মল্লিকের সাথে পুর্ব বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার ঝালকাঠি সরকারী কলেজ চত্বরে বসে মিজানুর রহমানের ছেলে আসাদুজ্জামানকে পুর্ব পরিকল্পনা অনুযায়ী ডেকে নিয়ে মারধর করে বহিরাগত বিপ্লব মল্লিকের ছেলে ইব্রাহিম মল্লিক হৃদয়, জামলাকান্দা এলাকার মোহম্মদ হোসেনের ছেলে জুম্মান (২০), নেছারাবাদ এলাকার মেস্তফার ছেলে মো. হাসিব (২১) বিকনা এলাকার রিফাত (২০)। এ সময় আসাদুজ্জামানের চিৎকারে কলেজের ছাত্ররা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দীন সরকার বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *