শিরোনাম

ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবিলায় প্রস্তুত পটুয়াখালী, যোগাযোগ করবেন যেভাবে

Views: 70

মো: আল-আমিন (পটুয়াখালী): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিধিলি’-তে রূপ নেওয়ার শঙ্কায় পটুয়াখালীতে জরুরি প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর)  রাতে জেলা প্রশাসক দরবার হলে এ সভা অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলমের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ আবদুল্লাহ সাদিদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফ হোসেন, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ, পটুয়াখালী পৌরসভার প্যানেল মেয়র দেলোয়ার হোসেন আকন প্রমুখ।

জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলম বলেন, এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলায় ৭০৩টি সাইক্লোন সেল্টার, ৩৫টি মুজিব কেল্লা, ৮ হাজার ৭৬০ জন সিপিপি সেচ্ছা সেবক, ৭ লাখ ৯০ হাজার নগদ টাকা, ৬৫০ মেট্রিকটন চাল মজুদ রয়েছে। জেলায় স্যালাইন, খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পর্যাপ্ত প্রস্তুত রয়েছে। ৮২টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে কনট্রোল রুমের মোবাইল নম্বর: ০২৪৭৮৮৮০৮৮৭, ০১৭০০-৭১৬৭২৪।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *