বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে ‘গৃহবন্দি’ করা হয়েছে বলে দাবি করেছে একাধিক ভারতীয় গণমাধ্যম। বুধবার (১১ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের দৈনিক সংবাদ প্রতিদিনের ‘এক্সক্লুসিভ’ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। এই খবরের পরে হিন্দুস্তান টাইমস, নিউজ ১৮সহ আরও কিছু ভারতীয় সংবাদমাধ্যমে চঞ্চল চৌধুরীকে গৃহবন্দি করার খবর ছড়িয়ে পড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১৭ দিন আগে চঞ্চল চৌধুরী ঢাকা থেকে নিউইয়র্ক যাওয়ার পথে ছিলেন। তার ভ্রমণ পরিকল্পনা ছিল দুবাই হয়ে নিউইয়র্ক পৌঁছানোর। বিমানেও তিনি সঠিকভাবে বসেছিলেন, তবে বিমান ছাড়ার কিছুক্ষণ আগে কয়েকজন বিএনপি নেতা ও সেনাসদস্যরা বিমানে উঠে চঞ্চল চৌধুরীকে জিজ্ঞেস করেন, “তিনিও কি দেশ ছেড়ে পালাচ্ছেন?” এর উত্তরে চঞ্চল জানান, তিনি কাজের উদ্দেশ্যে নিউইয়র্ক যাচ্ছেন। এরপর তাকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়।
ভারতীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, এরপরই চঞ্চলকে গৃহবন্দি করা হয় এবং বর্তমানে তিনি তার বাড়িতে অবস্থান করছেন। তবে এই প্রতিবেদনটি কোনও নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে প্রকাশিত হয়নি।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় চঞ্চল চৌধুরীর সঙ্গে। অভিনেতা জানান, এমন কোনও ঘটনা ঘটেনি তার সঙ্গে। তিনি বলেন, “এমন কোন ঘটনাই ঘটেনি। এই খবরের কোনো সত্যতা নেই, এটি পুরোপুরি মিথ্যা। গত কয়েক মাসে কোনো সাংবাদিকের সঙ্গেই আমার কথা হয়নি, তাই কীভাবে এ ধরনের সংবাদ প্রকাশ করা হলো, তা আমার জানা নেই।”