শিরোনাম

চট্টগ্রামে ইউসিবি ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে

Views: 70

বরিশাল  অফিস:: চট্টগ্রাম নগরের আমতল এলাকায় একটি বেসরকারি ব্যাংকের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় নগরের রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক (ইউসিবি) জুবিলী রোড শাখা অফিসে এ দুর্ঘটনা ঘটে। রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা সাতটার দিকে রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের কার্যালয়ে আগুন লাগে। চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ সম্পর্কে জানা যায়নি।

ইউসিবি ব্যাংকের জুবিলী রোড শাখার ব্যবস্থাপক (অপারেশনস) মো. মইনউদ্দিন চৌধুরী বলেন, ‘সন্ধ্যা সাতটার দিকে আগুনের ঘটনা ঘটে। এ সময় ব্যাংক বন্ধ ছিল। নিরাপত্তাকর্মী থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও আছেন।’

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *