বরিশাল অফিস :: খুব শীত করতেছিলো গায়ে দেওয়ার মতন কিছু ছিলনা শেখ হাসিনা আমাগো কম্বল দিছে হেইয়া ডিসি স্যার আমাগো দিয়া গেছে আল্লার কাছে দোয়া করি এমনি ভাবে কথা গুলো বলছিলেন বয়স ষাটোর্ধ্ব বরিশাল অভ্যন্তরীণ নৌ-পরিবহন ঢাকা বরিশাল টার্মিনালে বসবাস করেন সুবিধা বঞ্চিত ও ছিন্নমূল কালাম মিয়া।
শনিবার ( ১৩ জানুয়ারি) রাত ১১ টার দিকে, বরিশালের জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ শতাধিক দুস্থ আসহায় সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে পাওয়া কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। এ সময় নিজের কম্বল পেয়ে এমনি আক্ষেপের কথা বলছিলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন,বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দ। বরিশাল জেলা প্রশাসক শহীদুল ইসলাম নিজেই শীতার্তদের গায়ে শীতবস্ত্র কম্বল জরিয়ে দেন।
এ সময় জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, আমি বিভিন্ন গণমাধ্যমসহ চন্দ্রদীপ নিউজে প্রকাশিত সাংবাদের মাধ্যমে জানতে পারি লঞ্চ ঘাটের সুবিধা বঞ্চিতও ছিন্নমূল মানুষগুলো শীতে খুব কষ্ট করে তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে পাওয়া কম্বল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।উল্লেখ্য, হাড়কাঁপানো শীতে বরিশালে অসহায় নিম্ন আয়ের মানুষ এই শিরোনামে ( ১৩ জানুয়ারি) বিকালে চন্দ্রদীপ নিউজে একটি নিউজ প্রকাশিত হয়। সেই নিউজ জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হয় যার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেন জেলা প্রশাসক