বরিশাল অফিস :: চন্দ্রদীপ নিউজে সংবাদ প্রকাশের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ক্যান্টিন চালু হয়েছে।
মঙ্গলবার (৭ মে) থেকে হলটির ক্যান্টিন নতুনভাবে চালু করা হয়৷ হলের ক্যান্টিন চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে হলের আবাসিক শিক্ষার্থীরা।
এর আগে গত ৩১ মার্চ ঈদুল ফিতরের ছুটি শুরুর হওয়ার পর বঙ্গবন্ধু হলের ক্যান্টিন ছেড়ে দেন তৎকালীন ক্যান্টিন পরিচালক। তবে, ২১ এপ্রিল (মঙ্গলবার) ঈদের ছুটি শেষ হয়ে দীর্ঘ ১৫ দিন পার হলেও বন্ধ ছিল হলটির ক্যান্টিন। যার কারণে হলের আবাসিক শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বাইরের দোকানগুলোতে চড়ামূল্যে খাবার কিনে খেতে হচ্ছিল।
বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী পূণ্যব্রত মণ্ডল বলেন, হলের ক্যান্টিন বন্ধ থাকায় আমাদের বেশ ভোগান্তিতে পড়তে হয়েছিল। হল প্রশাসন ক্যান্টিন চালুর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করায় তাদের সাধুবাদ জানাচ্ছি।
এক মাস বন্ধ থাকায় গত ৪ঠা মে চন্দ্রদীপ নিউজেকে ‘হল চালু ক্যান্টিন বন্ধ, বিপাকে ববির আবাসিক শিক্ষার্থীরা’ শিরোনামে নিউজ প্রকাশিত হওয়ার পর ৭ মে সকাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল আবারও চালু করা হয়।