বরিশাল অফিস :: ভোলার চরফ্যাশনে পানিতে ডুবে শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) পৃথক স্থানে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানাসূত্রে এই তথ্য জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে বাড়িতে ফজরের নামাজ শেষ করে রাস্তায় হাঁটতে বের হয়ে পানিতে ডুবে মো. ছিদ্দিক (৬৯) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়।
নিহত ব্যক্তি দুলারহাট থানা এলাকার আমিনাবাদ ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের মৃত মতলব মিয়ার ছেলে। পরিবার জানিয়েছে, তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
একই উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে পানিতে ডুবে তানজিম নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাবার নাম কালাম উদ্দিন আজাদ। বাড়ির উঠানে খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশুটি পুকুরের পানিতে ডুবে মারা যায়।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বার্তা২৪কম-কে জানিয়েছেন, মৃত্যুর বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। বিনা ময়নাতদন্তে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করার কার্যক্রম চলছে।