শিরোনাম

চরমোনাইতে চলন্ত গাড়ির উপর গাছ পড়ে নিহত ১, আহত ৩

Views: 36

বরিশাল অফিস: জেলার চরমোনাইতে চলন্ত মাহিন্দ্রা গাড়ির উপর গাছ পড়ে ১ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। সোমবার মধ্য রাতে সদর উপজেলার ৫ নং চরমোনাই ইউনিয়নের পশুরীকাঠি গ্রামের খান বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়- বরিশালের বেলতলা খেয়াাঘাট থেকে চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসার এক শিক্ষক ও এক ছাত্রসহ চারজন যাত্রী নিয়ে চরমোনাই গ্রামের দিকে যাচ্ছিলেন মাহেন্দ্রা চালক মাহাবুব। পথিমধ্যে চাঁদেরহাট সংলগ্ন খান বাড়ির সামনে গাছ উপরে পড়ে মাহিন্দ্রাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চরমোনাই মাদ্রাসার শিক্ষক মনির হোসেন নিহত হন। গুরুতর আহত হন পদ্মা ব্রিকস ফিল্টের ম্যানেজার বাচ্চু হোসেনের ছেলে সায়েম, তামিম ও গাড়ির ড্রাইভার মাহবুব সহ চারজন।

নিহত এবং আহতদের মধ্যে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করতে পারলেও বাকি তিনজনকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে গুরুতর আহত দুইজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নিহতের মরদেহ চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আব্দুল কুদ্দুসের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান- অতি বৃষ্টির কারণে গাছের গোড়া নরম হয়ে যাওয়ায় রাস্তার উপড় গাছটি উপরে পড়ে। ঠিক ওই সময় রাস্তা দিয়ে মাহেন্দাটি যাচ্ছিল।

চরমোনাই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ শীষ মুহাম্মদ মামুনসহ স্থানীয় অনেকেই ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কাজে সহযোগিতা করেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *