শিরোনাম

চলচ্চিত্রের আলাদা মন্ত্রণালয় হওয়া উচিত : ফারুকী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুধবার অনুষ্ঠিত বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এক জাতীয় চলচ্চিত্র সম্মেলনে বক্তৃতা দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, “চলচ্চিত্রের জন্য আলাদা মন্ত্রণালয় হওয়া উচিত। ভিন্ন ভিন্ন মন্ত্রণালয় থেকে চলচ্চিত্রের উন্নতি সম্ভব নয়।” সম্মেলনে উপস্থিত ছিলেন সিনেমা সংশ্লিষ্ট নানা ব্যক্তিত্ব, শিক্ষক ও শিক্ষার্থীসহ প্রায় চার শতাধিক প্রতিনিধি।

ফারুকী তার বক্তব্যে আরো বলেন, চলচ্চিত্রের উন্নতির জন্য একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা এবং কর্মশালার আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি যোগ করেন, “চলচ্চিত্র সংস্কারে পদক্ষেপ নিতে হলে, আমাদেরকে আন্দোলন করতে হবে। দাবি আদায়ে রাস্তায় নামুন, আমাদের ঘেরাও করুন, তারপর আমরা কাজ করতে বাধ্য হব।”

এছাড়া, চলচ্চিত্রের স্বতন্ত্র মন্ত্রণালয়ের দাবির বিষয়ে ফারুকী বলেন, “স্বতন্ত্র মন্ত্রণালয় বাস্তবায়ন সম্ভব না হলেও, আমরা সংস্কৃতি বিষয়ক সবকিছু এক ছাতার নিচে একত্রিত করে সুপারিশ পেশ করব, যাতে ভবিষ্যতে সঠিকভাবে কাজ করা যায়।”

ফারুকী চলচ্চিত্র শিল্পের সংকটের সমাধানে শিল্পী ও কলাকুশলীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং বলেন, “এখন পর্যন্ত চলচ্চিত্র জগতে যা হচ্ছে, তা ব্যক্তিগত উদ্যোগে হচ্ছে। রাষ্ট্র কখনো কিছু দিতে পারেনি।” তিনি চলচ্চিত্রের সংকট সমাধানে অংশীজনদের এক হয়ে আন্দোলন করার তাগিদ দেন, যা ছাড়া কোনো সমাধান সম্ভব নয়।

এ সম্মেলনে চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য আকরাম খান, জনপ্রিয় গীতিকার লতিফুল ইসলাম শিবলী, নির্মাতা রায়হান রাফী, প্রযোজক শাহরিয়ার শাকিল, অভিনেতা ইমতিয়াজ বর্ষণসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, সিনেমা নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print