চিত্রনায়ক বাপ্পি চৌধুরী তার অভিনীত সিনেমাগুলোর মাধ্যমে ঢালিউডে নিজস্ব অবস্থান গড়ে তুলেছিলেন। তবে দীর্ঘদিন ধরে তাকে দেখা যাচ্ছে না রুপালি পর্দায়। এবার তিনি ফিরছেন তার চিরচেনা রূপে। আগামী ১৩ ডিসেম্বর মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘ডেঞ্জার জোন’।
পরিচালক বেলাল সানি নির্মিত এ সিনেমাটি আলোর মুখ দেখতে যাচ্ছে দীর্ঘ পাঁচ বছর পর। সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া সিনেমাটি নিয়ে নির্মাতা এবং অভিনেতা উভয়েই দারুণ আশাবাদী।
বেলাল সানি জানান, “সবকিছু ঠিক থাকলে ১৩ ডিসেম্বর দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন।”
অভিনেতা বাপ্পি চৌধুরী বলেন, “বছরের শেষ দিকে ‘ডেঞ্জার জোন’ মুক্তি পাচ্ছে। আশা করি, দর্শকদের এটি ভালো লাগবে।”
সিনেমাটিতে বাপ্পির সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী জলি। এটি তাদের প্রথম কাজ একসঙ্গে। এছাড়া অভিনয় করেছেন ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত, শামীম, রাজু সরকারসহ আরও অনেকে।
সর্বশেষ গত বছর ‘শত্রু’ সিনেমায় দেখা গিয়েছিল বাপ্পি চৌধুরীকে। তবে এরপর থেকে শুটিং ফ্লোরে অনুপস্থিত ছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার উপস্থিতি কম।
বাপ্পির ভক্তরা অপেক্ষায় রয়েছেন তাকে আবারও পর্দায় দেখার। নতুন সিনেমাটি কতটা দর্শকপ্রিয়তা পাবে, তা জানার জন্য অপেক্ষা আর কয়েক দিনের।