শিরোনাম

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪.৫ শতাংশ: আইএমএফ

Views: 19

চন্দ্রদ্বীপ ডেস্ক :: চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ শতাংশ হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। পাশাপাশি সার্বিক মূল্যস্ফীতি হবে ৯ দশমিক ৭ শতাংশ। আজ মঙ্গলবার প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

আইএমএফের পূর্ববর্তী পূর্বাভাস অনুযায়ী, চলতি অর্থবছরের জন্য জিডিপির প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৬ শতাংশ। তবে মূল্যস্ফীতি আগের মতোই ৯ দশমিক ৭ শতাংশ হবে বলে উল্লেখ করা হয়েছে। আইএমএফের তথ্য অনুযায়ী, ২০২৪ এবং ২০২৫ সালে বিশ্বের জিডিপির প্রবৃদ্ধি ৩ দশমিক ২ শতাংশে স্থির থাকবে, আর ২০২৫ সালের পর বৈশ্বিক সার্বিক মূল্যস্ফীতি কমে ৩ দশমিক ৫ শতাংশ হবে।

গতকাল সোমবার থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভা শুরু হয়েছে। সভায় আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিয়ানো জর্জিয়েবা শ্রীলঙ্কার দুর্নীতিবিরোধী অভিযানের সাফল্যের প্রশংসা করেছেন এবং প্রতিবেশী দেশগুলোর জন্য তা অনুপ্রেরণার উদাহরণ হিসেবে তুলে ধরেছেন।

অন্যদিকে, বিশ্বব্যাংক সম্প্রতি বাংলাদেশে রাজনৈতিক অনিশ্চয়তা এবং সাম্প্রতিক বন্যার প্রভাবে জিডিপির প্রবৃদ্ধি ৪ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) চলতি অর্থবছরের জন্য বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার ৫ দশমিক ১ শতাংশ হবে বলে জানিয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *