শিরোনাম

চলতি বছর বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৫ জনের মৃত্যু

Views: 13

চলতি বছরের প্রথম ১১ মাসে বরিশাল বিভাগে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৫৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ হাজার ৮০৩ জনকে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ৭ হাজার ৪৭৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ২৭০ জন রোগী।

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃতদের মধ্যে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৪৪ জন, পটুয়াখালী মেডিকেল কলেজে ১ জন এবং অন্যান্য হাসপাতালগুলোতে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভোলা, পিরোজপুর এবং বরগুনা জেলার সরকারি হাসপাতালে চলতি বছর তিন জন করে মারা গেছে।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল আরও জানান, ডেঙ্গু আক্রান্ত ৭ হাজার ৮০৩ জনের মধ্যে শেবাচিম হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ২৮১ জন। বরিশাল জেলার অন্যান্য সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৩৫ জন, পটুয়াখালী মেডিকেল কলেজে ৫৮২ জন, পটুয়াখালী জেলার অন্যান্য হাসপাতালে ৭২৯ জন, ভোলা জেলার সরকারি হাসপাতালে ৭৪৫ জন, পিরোজপুরে ১ হাজার ১৫ জন, বরগুনায় ২ হাজার ১৭৭ জন এবং ঝালকাঠির ২৩৯ জন।

তিনি আরও বলেন, ডেঙ্গু থেকে রক্ষা পেতে সর্বোচ্চ সচেতনতা প্রয়োজন। তাই আমাদের সচেতন না হলে আক্রান্তের সংখ্যা কমানো সম্ভব হবে না।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *