চন্দ্রদ্বীপ ডেস্ক: রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি এক মাস পিছিয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ২ জানুয়ারি জামিন শুনানির দিন ধার্য করেছেন।
মঙ্গলবার শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ আদেশ দেন। এ সময় চিন্ময় দাসের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। তাঁকেও আদালতে হাজির করা হয়নি। তবে কোনো আইনজীবীকে অংশ নিতে দেওয়া হয়নি অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট।
এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ আদালতে সংঘটিত ঘটনায় করা সব মামলায় চিন্ময় দাসকে আসামি করার দাবিতে বিক্ষোভ করেছেন আইনজীবীরা।
গত ৩০ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ইসকনের সাবেক চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান।