কোভিড-১৯ এর পর চীনে এবার দেখা দিয়েছে নতুন ভাইরাস ‘এইচএমপিভি’। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, চীনের হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বাড়ছে।
এইচএমপিভি কী?
এইচএমপিভি বা হিউম্যান মেটাপনিউমোভাইরাস একটি শ্বাসযন্ত্রের ভাইরাস। এটি মূলত শিশু, বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিপজ্জনক। ভাইরাসটি ২০০১ সালে প্রথম সনাক্ত করা হয়।
উপসর্গগুলো কী কী?
এইচএমপিভির উপসর্গ ফ্লু বা সাধারণ সর্দি-কাশির মতো হলেও, এটি গুরুতর শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করতে পারে। এর সাধারণ উপসর্গগুলো হলো:
কাশি
জ্বর
নাক বন্ধ
শ্বাসকষ্ট
গুরুতর ক্ষেত্রে এটি ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া তৈরি করতে পারে। ইনকিউবেশন পিরিয়ড সাধারণত ৩-৬ দিন।
কীভাবে ছড়ায় এইচএমপিভি?
এই ভাইরাস ছড়ায় সাধারণত:
হাঁচি বা কাশির মাধ্যমে নিঃসৃত কণা
হাত মেলানো বা স্পর্শ করা
সংক্রমিত স্থান স্পর্শ করে চোখ, মুখ বা নাক স্পর্শ করা
প্রতিরোধে কী করবেন?
এইচএমপিভি প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। বারবার হাত ধোয়া, ভিড় এড়িয়ে চলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখাই হতে পারে কার্যকর প্রতিরোধ।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম