শিরোনাম

চুরির প্রতিবাদ করায় ভোলায় বৃদ্ধকে কুপিয়ে হত‌্যা

Views: 52

বরিশাল অফিস :: চুরি করে নারিকেল পেড়ে নিয়ে যাওয়ার সময় প্রতিবাদ করায় ভোলায় নুরুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখমের করে হত‌্যার অভিযোগ উঠেছে তুষার (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার পৌর ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম ওই ওয়ার্ডের মৃত আবুল কালাম এর ছেলে। তিনি ৩ সন্তানের জনক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন,ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন মিঞা তিনি জানান, নিহত নুরুল ইসলাম একটি মাছের ঘেরে কাজ করতেন। প্রায়ই অনেকেই ঘের থেকে ফলফলাদি চুরি করে নিয়ে যেত। শনিবার দুপুরে বেশ কয়েকজন ঘেরের একটি গাছ থেকে নারিকেল পেড়ে চুরি করে নিয়ে যাওয়ার সময় প্রতিবাদ করায়। সন্ধ্যায় দেশীয় চাপাতি দিয়ে নুরুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায় হলে রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। সোমবার (১ এপ্রিল ) ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন তিনি মারা যান।

তিনি জানান, নিহতের লাশ এখনও ভোলায় এসে পৌঁছায়নি। লাশ ভোলায় আসার পর এ ঘটনায় হত্যা মামলা দায়ের হবে। এছাড়াও অভিযুক্ত যুবক ঘটনার পর থেকে পালিয়ে আছে। পুলিশ তাদেরকে আটকের চেষ্টা অব্যাহত রেখেছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *