শিরোনাম

চেচেন নেতা কাদিরভের সঙ্গে পুতিনের বৈঠক

Views: 227

চন্দ্রদীপ ডেস্ক : রুশ প্রজাতন্ত্র চেচনিয়ার নেতা রমজান কাদিরভ ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করেছেন। বৈঠকের বিষয়ে বৃহস্পতিবার তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় চেচনিয়ার অবদান নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নির্মমভাবে চেচনিয়া শাসনের জন্য পুতিনের কাছ থেকে ব্যক্তিগত বেশ কিছু স্বাধীনতা উপভোগ করে আসছেন কাদিরভ। ২০০৭ সাল থেকে চেচেন রিপাবলিকের শাসক তিনি। কিন্তু সম্প্রতি কাদিরভের ১৫ বছর বয়সী ছেলে এক রুশ বন্দিকে মারধর করার পর ক্রেমলিনপন্থি রক্ষণশীলরাও ক্ষোভ প্রকাশ করেছেন।

টেলিগ্রামে এক পোস্টে কাদিরভ বলেছেন, পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেনে চেচেন যোদ্ধাদের ভূমিকাসহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। বৈঠকে অন্যান্য কিছু সমস্যাও উঠে এসেছিল বলে উল্লেখ করেছেন তিনি। তবে স্পষ্ট করেননি রুশ বন্দিকে ছেলে কর্তৃক মারধরের বিষয়টি এর মধ্যে ছিল কি না।

নিকিতা ঝুরাভেল নামের এক রুশ বন্দিকে লাথি ও ঘুষি মেরেছেন কাদিরভের ছেলে অ্যাডাম। ওই রুশ বন্দির বিরুদ্ধে কোরআন পোড়ানোর অভিযোগ রয়েছে। সোমবার কাদিরভ এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইসলাম ধর্মকে রক্ষা করায় ছেলের জন্য তিনি গর্বিত।

কথিত কোরআন পোড়ানোর ঘটনাটি চেচনিয়ায় ঘটেনি। তবে রাশিয়ার তদন্তকারীরা বলেছেন, ঝুরাভেলকে চেচেন হেফাজতে স্থানান্তর করার কারণ হলো সেখানকার মুসলমানরা নিজেদেরকে ঘটনার শিকার হিসেবে দেখছিলেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *