চন্দ্রদ্বীপ ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্ক চলছে বেশ কিছুদিন থেকেই। ভারত-পাকিস্তান দ্বৈরথ এবার প্রবেশ করেছে আইসিসির মেগা ইভেন্টের আয়োজন কেন্দ্র করে। খবর বেরিয়েছে, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলোকে পাকিস্তানের বিপক্ষে টেনে নিতে অর্থের লোভও দেখাচ্ছে বিসিসিআই। এরইমাঝে পাকিস্তানে ঘটেছে অন্য এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।
সোমবার করাচিতে টিম হোটেলে আগুনের ঘটনায় দেশটির জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। হোটেলে আগুন লাগার ঘটনার পর পাঁচজন খেলোয়াড় অল্পের জন্য বিপদ থেকে রক্ষা পান। এরপরেই তাৎক্ষণিক সিদ্ধান্তে টুর্নামেন্ট সূচি একেবারেই কমিয়ে ফেলা হয়।
পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, ‘সৌভাগ্যক্রমে, কোনো খেলোয়াড় আহত হননি। পিসিবি দ্রুত ঘটনাস্থল থেকে ওই পাঁচ খেলোয়াড়কে নিরাপদে সরিয়ে নিয়ে হানিফ মোহাম্মদ হাই-পারফরম্যান্স সেন্টারে পুনর্বাসন করা হয়েছে।’