শিরোনাম

ছাত্ররা দল গঠন করবে: অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছে এবং এ লক্ষ্যে দেশজুড়ে জনগণকে সংগঠিত করছে।

সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সফরকালে তিনি ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিডেয়েন র‌্যাচম্যানের উপস্থাপনায় ‘র‌্যাচম্যান রিভিউ’ নামের এক পডকাস্টে অংশ নেন। পরবর্তীতে এ কথোপকথন লিখিত আকারে প্রকাশ করা হয়।

পডকাস্টে অধ্যাপক ইউনূস বলেন, ‘ছাত্রদের মধ্যে নেতৃত্বের মানসিকতা তৈরি হচ্ছে এবং তারা রাজনৈতিক দল গঠনের কথা ভাবছে। যখন উপদেষ্টা পরিষদ গঠন করেছিলাম, তখন তিনজন ছাত্রকে এতে অন্তর্ভুক্ত করেছিলাম। তারা দেশ ও জাতির জন্য ইতিবাচক কাজ করছে এবং এখন তারা নিজেরাই একটি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশের কথা বলছে।’

তিনি আরও বলেন, ‘তারা আমাকে জিজ্ঞেস করেছিল, কেন আমি নিজেই একটি রাজনৈতিক দল গঠন করি না। আমি তাদের বলেছি, পুরো জাতি তোমাদের চেনে, তোমরা যা করতে চাও সেটার জন্য তোমাদের একটি সুযোগ দেওয়া উচিত।’

অধ্যাপক ইউনূস সতর্ক করে বলেন, ‘রাজনীতি শুরু করলে নানা ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে যুক্ত হতে চাইবে। এতে তারা বিভক্ত হয়ে পড়তে পারে, যা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে ছাত্ররা বর্তমানে সংগঠিত হচ্ছে এবং তারা তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে আগ্রহী।’

ভারতের কিছু বিশ্লেষকের দাবি অনুযায়ী, বাংলাদেশ রাজনৈতিকভাবে নাজুক অবস্থায় রয়েছে এবং ইসলামপন্থীরা ক্ষমতা দখলের চেষ্টা করছে—এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমি এমন কোনো লক্ষণ দেখতে পাই না। বরং তরুণরা তাদের রক্ত দিয়ে অর্জিত অর্জনগুলো রক্ষা করতে চায় এবং দেশকে এগিয়ে নিতে চায়। তাদের স্বচ্ছ অভিপ্রায় রয়েছে এবং রাজনৈতিক স্বার্থের বাইরে থেকে কাজ করার মানসিকতা গড়ে তুলছে।’

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print