চন্দ্রদ্বীপ ডেস্ক :: চট্টগ্রামে ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে মঙ্গলবার (১৫ অক্টোবর) আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন স্থানীয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা ছাত্রলীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন, এবং এবার তাঁরা নিজেদের অবস্থান জানানোর জন্য সংগঠিত হচ্ছেন।
বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ করবেন। তাদের দাবি, ছাত্রলীগের অসংগঠিত কার্যক্রম ও সহিংসতা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশকে ক্ষুণ্ন করছে।
বিক্ষোভের নেতৃবৃন্দ বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের বক্তব্য জানাতে চাই এবং ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের ক্ষোভ প্রকাশ করব।” শিক্ষার্থীদের এ আন্দোলন দেশের ছাত্রসমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। তারা আশা করছেন, প্রশাসন তাদের আন্দোলনে সহানুভূতি দেখাবে এবং নিরাপত্তা নিশ্চিত করবে।