চন্দ্রদ্বীপ ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ছাত্রলীগ নিষিদ্ধ করলেই হবে না, তাদের আইনের আওতায় আনতে হবে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “সর্বপ্রথম শেখ হাসিনাকে আইনের আওতায় আনা জরুরি। তার বিচার করতে হবে।” সেলিমা রহমান অভিযোগ করেন, একটি নির্বাহী আদেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার দাবি উঠেছে, কিন্তু অন্তর্বর্তী সরকার তা বাস্তবায়ন করছে না।
তিনি আরো বলেন, “সাধারণ মানুষ আজ স্বস্তি পাচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণ ভোগান্তিতে পড়েছে।” সেলিমা রহমান অভিযোগ করেন, সরকারের বিরোধী স্বৈরাচারী দোসররা পরিকল্পনা মাফিক দেশকে অস্থিতিশীল করতে চাইছে, যেন সরকার সুষ্ঠুভাবে দেশ পরিচালনা ও সুন্দর নির্বাচন দিতে না পারে।
বিএনপির এই নেত্রী বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের মূল লক্ষ্য ছিল মানুষের অধিকার ফিরিয়ে দেয়া। কিন্তু বর্তমান সরকার পরিস্থিতি আরও খারাপ করেছে।” তিনি দাবি করেন, দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙতে হবে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করতে কাজ করতে হবে।