শিরোনাম

ছুটির ২য় দিনে কুয়াকাটায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে পর্যটকদের ঢল

Views: 45

 

মো:আল-আমিন,পটুয়াখালী: সরকারী ছুটির দ্বিতীয় দিনে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল নেমেছে। লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউবন, গঙ্গামতির চর ও বৌদ্ধ বিহার সহ সর্বত্র এখন পর্যটকদের আনাগোনা। আগত পর্যটকরা বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই সমুদ্রের নোনা জলে উন্মদনায় মেতেছেন। কেউবা ঘুরছেন ঘোড়া কিংবা ওয়াটার বাইকে। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন সমুদ্রের তীরের আছড়ে পড়া বড় বড় ঢেউ। বর্তমানে সৈকতে বিরাজ করছে উৎসবের আমেজ। আগতদের ভীড়ে বুকিং রয়েছে কুয়াকাটার শতাধিক হোটেল মোটেল। বিক্রি বড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। আগত পর্যটকের নিরাপত্তায় বিভিন্ন পর্যটন স্পটে মোতায়েন রয়েছে অতিরিক্ত ট্যুরিষ্ট পুলিশ।

ঢাকা থেকে আসা পর্যটক দম্পতি ফারিয়া আক্তার বলেন,আজকে কুয়াকাটায় এসে রুম পেতে অনেক কষ্ট হয়েছে, তাও আবার ডবল এক রুমের মধ্যে আমরা সবাই মিলে ৭ জন ।এখানে এতো পর্যটক আসে এটা আমাদের ধারনাই ছিলনা।

বেঞ্চি ব্যাবসায়ী শহীদ জানান, এবার বর্ষা মৌসুমে আজকের মতো পর্যটক আর হয়নি। তিন দিনের ছুটি আর মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কারনে বৈরী আবহাওয়ার মধ্যেও পর্যটকের ঢল নেমেছে।

কুমিল্লা থেকে আসা পর্যটক মোঃ খায়রুল ইসলাম বলেন, এ মেলাকে কেন্দ্র করে অনেক পর্যটক বেড়েছে। আমি এর আগেও বহুবার কুয়াকাটায় এসেছি। তবে আমি এত পর্যটক এর আগে কুয়াকাটায় দেখিনি।

হোটেল মোটেল অউনার এসোসিয়েশন সাধারণত সম্পাদক মোঃ মোতালেব শরীফ জানান, একদিকে তিন দিনের ছুটি আরেক দিকে মেলা একে কেন্দ্র করে বিগত দিনের চেয়ে অনেক পর্যটক বেড়েছে। কুয়াকাটায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শুভদৃষ্টি কামনা করেন।

কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের ওসি হাসনাইন পারভেজ বলেন, কুয়াটায় আগত পর্যটক এর নিরাপত্তায় আমরা মাঠে আছি।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, কুয়াটায় ব্যাপক পর্যটকের আগমন ঘটেছে। এখানকার পর্যটন ব্যবসায়ীরা যদি বিশেষ বিশেষ মুহুর্তে এভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে তাহলে আরো পর্যটক আসবে। মহিপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *