শিরোনাম

ছুটি শেষে একাডেমিক কার্যক্রমে আজ ফিরছে বরিশাল বিশ্ববিদ্যালয়

Views: 38

বরিশাল অফিস :: শীতকালীন, বড়দিন, জাতীয় সংসদ নির্বাচন এবং ভাইস-চ্যান্সেলরের নির্বাহী ক্ষমতাবলে প্রায় ১৪ দিনের ছুটি শেষে মঙ্গলবার (৯ জানুয়ারি) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)।

এর আগে গত ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে শীতকালীন ও বড়দিন উপলক্ষে ২৪ ডিসেম্বর ২০২৩ থেকে ৪ জানুয়ারি ২০২৪ সাল পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে ৩ জানুয়ারির অন্য আরেকটি নোটিশে অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন এবং ভাইস-চ্যান্সেলরের নির্বাহী ক্ষমতাবলে ৭ ও ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন শিক্ষার্থীদের আবাসিক হলগুলো খোলা এবং সিকিউরিটিসহ অন্যান্য জরুরি সেবাসমূহ বলবৎ ছিল।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *