শিরোনাম

‘জওয়ান’ সিনেমার ট্রেলার প্রকাশ্যে, প্রশংসিত শাহরুখ

Views: 41

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক: শাহরুখ ভক্তদের দীর্ঘ প্রতীক্ষা শেষ হলো। মুক্তির এক সপ্তাহ প্রকাশ্যে আজ (৩১ আগস্ট) প্রকাশ্যে এলো শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত ‘জওয়ান’ সিনেমার ট্রেলার।

অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমার প্রতিটি দৃশ্যে রয়েছে চমক। এ কথায় বলা চলে- ট্রেলারেই নজর কাড়লেন শাহরুখ। বাদশাকে দেখে ব্যাপক প্রশংসা করছেন তার ভক্তরা-অনুরাগীরা।

সামনের বৃহস্পতিবার ‘জওয়ান’ মুক্তি পাবে। শেষ মুহূর্ত পর্যন্ত অনুরাগীদের উত্তেজনা ধরে রেখে মুক্তি পেল ট্রেলার। আগে কখনো এমন রূপে দেখা যায়নি শাহরুখ খানকে। ৫৭ বছর বয়সেও যে মানুষের মনে কীভাবে রাজত্ব করতে হয় তা যেন আবারও শেখালেন কিং খান।

‘জওয়ান’ সিনেমার প্রিভিউতেই দেখা গিয়েছিল শাহরখের ঝলক। ট্রেলারে শাহরুখ একা নন, দেখা গেছে দক্ষিণী তারকা বিজয় সেতুপতিরও ক্যারিশমা। তবে ট্রেলারারে প্রত্যেক ঝলকে নজর কাড়লেন শাহরুখ। সেই সঙ্গে লেডি সুপারস্টার নয়নতারা তো আছেনই।

ট্রেলারে দীপিকা পাড়ুকোনের হাতে আছাড়ও খেতে দেখা গেল শাহরুখকে। অর্থাৎ, সিনেমায় অ্যাকশন থাকছে ভরপুর, এ নিয়ে কোনো সন্দেহ নেই। দেখা মিলল সানিয়া

আজ (৩১ আগস্ট) দুবাইয়ের স্থানীয় সময় রাত ৯টায় বুর্জ খলিফায় প্রদর্শিত হবে ‘জওয়ান’ সিনেমার ট্রেলার। এর জন্য এরই মধ্যে দুবাই গিয়েছেন শাহরুখ খান ও অ্যাটলি। তার আগে ঠিক দুপুর ১১টা ৫৮ মিনিটে ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’-এর ইউটিউব চ্যানেলে প্রিমিয়ার করা হলো ট্রেলার।

বুধবার (৩০ আগস্ট) চেন্নাইয়ে ‘জওয়ান’ সিনেমা প্রি-রিলিজ ইভেন্টে হাজির হন কিং খান। তার সঙ্গী ছিলেন পরিচালক অ্যাটলি ও সিনেমার অন্যান্যরাও।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *