জন্মদিনের দিনটি ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমের জন্য ছিল বিশেষভাবে উৎসবমুখর। ১০ নভেম্বর, রোববার ৩২ বছরে পা রেখেছেন এই অভিনেত্রী। বিশেষ দিনটি সাদামাটা আয়োজনেই উদযাপন করলেও ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় ভরপুর ছিল মিমের জন্মদিন।
মিম নিজেই জানিয়েছেন, “রাত ১২টা থেকে শুরু করে বিকেল পর্যন্ত প্রায় ২৫টির মতো কেক কেটেছি। একের পর এক সারপ্রাইজ পেয়েছি, সবাইকে ধন্যবাদ জানাই।” ঘনিষ্ঠ বন্ধু, সহকর্মী এবং পরিবারের সঙ্গে একাধিক কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করেন তিনি।
মিম আরও বলেন, “জন্মদিনের প্রথম প্রহর থেকেই ভালোবাসায় ভাসছি। বাসায় ফেরার পরও নতুন নতুন কেক আসছে, জানি না আরও কয়টা কেক কাটতে হবে!” বিশেষ সারপ্রাইজ হিসেবে রিমার্ক-হারল্যান প্রতিষ্ঠান থেকে একটি বিশাল সাইজের কেক নিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়।
২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন মিম। একই বছর হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয়ের জন্য ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান তিনি।
তার সাম্প্রতিক চলচ্চিত্রগুলোর মধ্যে ‘পরাণ’ বক্স অফিসে উল্লেখযোগ্য সফলতা অর্জন করে। এছাড়াও, ‘দামাল’ ও ‘অন্তর্জাল’ সিনেমাগুলোতে মিমের অভিনয় দর্শকদের নজর কেড়েছে।
শুধু অভিনেত্রী হিসেবেই নয়, লেখক হিসেবেও মিম সমাদৃত। ২০১২ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় তার প্রথম গল্পের বই ‘শ্রাবণের বৃষ্টিতে ভেজা’। ২০১৩ সালের বইমেলায় প্রকাশিত হয় তার উপন্যাস ‘পূর্ণতা’।