শিরোনাম

জমে উঠেছে পটুয়াখালী নির্বাচনের প্রচার প্রচারণা

Views: 73

বরিশাল অফিস :: জমে উঠেছে পটুয়াখালী পৌরসভার সাধারণ নির্বাচনের প্রচার প্রচারণা। প্রতীক বরাদ্দের পরপরই আটঘাট বেধে মাঠে নেমেছেন প্রার্থীরা।

পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে পুরো এলাকা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগসহ নতুন নতুন কৌশলে প্রচারণায় ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। কাউন্সিলর প্রার্থী বেশি হওয়ায় মাইকের শব্দে অতিষ্ঠ স্থানীয়রা।

গতানুগতিক প্রচারণার বাইরে ডিজিটাল প্লাটফর্মেও পাল্লা দিয়ে নিজেদের গুণকীর্তনের পাশাপাশি স্থানীয় উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। মিছিল ও উঠান বৈঠকের পাশাপাশি কর্মী-সমর্থকরা দলে দলে বাড়ি বাড়ি গিয়ে নিজ নিজ প্রার্থীর পক্ষে ভোট চাইছেন।

এদিকে আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনে সার্বক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে স্থানীয় প্রশাসন। গত দু’দিনে আচরণবিধি ভাঙার অভিযোগে আট প্রার্থীকে ৪২ হাজার টাকা জরিমানা আদায় ও সতর্ক করা হয়েছে।

এ নির্বাচনে মেয়র পদে ৫ জন, তিনটি সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে ১৫ জন ও ৯টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪১ জনসহ মোট ৬১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *