Views: 35
ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের প্রথম ধাপে জেলার বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ ১২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পেয়েই আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা। তীব্র গরমের মধ্যে প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। এবছর বরিশাল সদর উপজেলা নির্বাচনে হেভিওয়েটের পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে চারজনই আওয়ামী লীগ নেতা। যেহেতু দল থেকে কাউকে মনোনয়ন দেয়া হয়নি তাই সকলেই স্বতন্ত্র হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রতীক পাওয়ার পর থেকেই নির্বাচনী মাঠে সবর সবাই।
বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের সদস্য এস এম জাকির হোসেন: এস এম জাকির হোসেন বরিশাল প্রেসক্লাবের তিন বারের নির্বাচিত সাধারণ সম্পাদক। তিনি বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলরও ছিলেন। একই সাথে তিনি বরিশালের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন। তিনি করোনা কালীন সময়ে সুবিধা বঞ্চিত মানুষকে রাতের খাবার সরবরাহ করে মানুষের মন জয় করেছেন। দীর্ঘদিনের অবহেলিত বরিশাল সদর উপজেলাকে ঢেলে সাজাতে এবছর নির্বাচনে অংশ নিয়েছেন এস এম জাকির হোসেন। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রতীক পাওয়ার পর থেকেই তিনি বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগে ব্যস্থ সময় পার করছেন। নির্বাচনের বিষয়ে তিনি জানান, নির্বাচন শতভাগ সুষ্ঠু হলে তিনি জয় লাভ করবেন। নির্বাচনে কেউ যাতে প্রভাবিত করতে না পারে সেজন্য তিনি নির্বাচন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।
জাকির বলেন, গোটা বাংলাদেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে এগিয়ে যাচ্ছে ঠিক তখনি বরিশাল সদর উপজেলা পিছিয়ে রয়েছে। এখানে মানুষের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে তিনি কাজ করছেন।
তিনি আরো বলেন, নির্বাচিত হলে সদর উপজেলাকে একটি স্মার্ট সদর উপজেলা হিসেবে গড়ে তুলবেন।
বরিশাল মহানগর যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন: মাহমুদুল হক খান মামুন বরিশাল সদর উপজেলা নির্বাচনে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। প্রতীক পাওয়ার পর থেকেই তিনি বরিশাল সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। নানা প্রতিশ্রুতি নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন।
নির্বাচনের জয়ের বিষয়ে খান মামুন বলেন, আমি দীর্ঘদিন মানুষের উন্নয়নে কাজ করেছি। আমার বয়স প্রায় ৬০ বছর। এই বাকী জীবনে সদর উপজেলার উন্নয়নে ভূমিকা রেখে আমি কাজ করে যেতে চাই।
মনিরুল আলম ছবি: মনিরুল আলম ছবি বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি দীর্ঘদিন ধরে সদর উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এবারের নির্বাচনে তিনি দোয়াত কলম মার্কা নিয়ে নির্বাচন করছেন। এরই মধ্যে সদর উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা শুরু করেছেন তিনি।
জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে মনিরুল আলম ছবি বলেন, আমি সাধারণ মানুষের সাথে থেকে এলাকার উন্নয়ন করতে চাই। মানুষ যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে তবে আমি সদর উপজেলার উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে থাকবো।
মাহবুবুল আলম মধু: বরিশাল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম মধু। তিনি আওয়ামী লীগের নেতা হিসেবেও পরিচিত। ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন তিনি। মধু বলেন, দীর্ঘদিন ধরে সদর উপজেলা মানুষের যেকোনো সুযোগ সুবিধা ও বিপদে-আপদে তিনি পাশে দাঁড়িয়েছেন। তাই মানুষও তাকে সদর উপজেলার চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। নির্বাচিত হলে পূর্বেও যেমন মানুষের পাশে ছিলেন আগামীতেও থাকবেন বলে জানান।
আব্দুল মালেক: বরিশাল সদর উপজেলা নির্বাচনে লড়ছেন সাবেক শিক্ষক আব্দুল মালেক। তিনি কাপপ্রিজ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। প্রতীক পাওয়ার পর থেকেই নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি ও তার সমর্থকেরা।
এদিকে, প্রথম ধাপে বরিশাল সদর উপজেলা নির্বাচন জমে উঠেছে। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নগুলোতে মিছিল মাইকিং, উঠান বৈঠক করে নিজেদের জন্য ভোট চাইছেন। এতে করে নির্বাচনী আমেজে সাধারণ ভোটাররাও রয়েছেন বেশ ফুরফুরা মেজাজে।
বরিশাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলায় পাঁচ চেয়ারম্যান প্রার্থী, চার ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং চার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে মো. জসিম উদ্দিন তালা, শহিদ মোহাম্মদ শাহনেওয়াজ-উড়োজাহাজ, মো. হাদিস মীর-টিউবওয়েল ও মো. মাহিদুর রহমান (মাহাদ) বই প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নেহার বেগম হাঁস, মারিয়া আক্তার ফুটবল ও মোসাম্মৎ হালিমা বেগম কলস প্রতীক বরাদ্দ পেয়েছেন। বরিশাল সদর উপজেলা নির্বাচনে অনলাইনে মনোনয়ন দাখিল করেন ১২ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। আগামী ৮ মে বরিশাল সদর উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।