বরিশাল অফিস :: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তিন গ্রামের কয়েক হাজার মানুষের। সোমবার দুপুরে প্রবল বৃষ্টির ফলে উপজেলার সাচড়া ইউনিয়নের তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধের দরুন খালের ওপর নির্মিত আয়রন স্ট্রাকচার ব্রিজটি ভেঙে পানিতে পড়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছে সাচড়া, গোবিন্দপুর ও দরুন গ্রামের বাসিন্দা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
রহুল আমিন, চাঁন মিয়া এবং সোনা মিয়া খানসহ স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, প্রায় ১০ বছর আগেই ব্রিজটির দুই পাশের মাটি সরে যায়। এরপর কোনো মেরামত না করায় ধীরে ধীরে ব্রিজের বিভিন্ন স্থান ধসে পড়তে শুরু করে। স্থানীয়দের চলাচলের সুবিধার্থে তখন থেকে বাঁশ ও গাছ দিয়ে ব্রিজটি কোনো রকমে চলাচলের উপযোগী করা হয়। তবুও জীবনের ঝুঁকি নিয়ে পথচারীরা পারাপার হতো এই ব্রিজটির ওপর দিয়ে।
তারা আরো জানান, একে জরাজীর্ণ ব্রিজ, তার উপর গত কয়েকদিনের বর্ষা, এ কারণে সোমবার ব্রিজটি হঠাৎ ভেঙে দুমড়ে-মুচড়ে খালের মধ্যে পড়ে গেছে। এর ফলে এই এলাকাসহ আশেপাশের কয়েকটি এলাকার মানুষ এখন চরম দুর্ভোগে পড়েছেন। এই দুর্ভোগ লাঘবে এখানে নতুন করে দ্রুত ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছি।
পশ্চিম সাচড়া নূরানী মাদরাসার প্রধান শিক্ষক আব্দুল গফ্ফার বলেন, ব্রিজটি পার হয়ে শিশু শিক্ষার্থীরা এখানে পড়তে আসতো। ব্রিজটি ভেঙে যাওয়ায় এখন ঐসব শিশুদের পড়ালেখায় বেঘাত ঘটবে। তাই এখানে নতুন ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি।
ঐ এলাকার খান বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মো. ছিদ্দিকুর রহমান জানান, ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই ব্রিজ পার হয়ে স্থানীয় মুসল্লিরা মসজিদে আসতেন। তাই স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের কথা বিবেচনা করে কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে নতুন ব্রিজ নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে মনে করছি।
সাচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কয়ছর আহমেদ বলেন, ২০০৬ সালে এই ব্রিজটি নির্মাণ করা হয়। নির্মাণের কয়েক বছর পরই ব্রিজটি জরাজীর্ণ হয়ে পড়ে। বিগত প্রায় ১০ বছর ধরে এটি জরাজীর্ণ অবস্থায় ছিল। সোমবার হঠাৎ করেই ব্রিজটি ভেঙে যায়। এতে সাচড়া ইউনিয়নের তিন গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। দ্রুত এখানে পুনরায় নতুন করে একটি ব্রিজ নির্মাণ এখন খুবই জরুরি।
এলজিইডির বোরহানউদ্দিন উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম খান জানান, খুব দ্রুত সময়ের মধ্যে ভেঙে যাওয়া ঐ ব্রিজটি পরিদর্শন করা হবে। একইসঙ্গে ভেঙে যাওয়া ঐ ব্রিজের স্থানে নতুন করে একটি ব্রিজ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।