শিরোনাম

জরিপ: আরও কমলো বাইডেনের জনপ্রিয়তা, ১৯ পয়েন্টে এগিয়ে ট্রাম্প

Views: 31

এবিসি নিউজ/ওয়াশিংটন পোস্টের জরিপ বলছে, ৪৪ শতাংশ মার্কিনি মনে করেন, বাইডেনের শাসনামলে তাদের আর্থিক অবস্থা আরও খারাপ হয়েছে। ১৯৮৬ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের আর কোনো প্রেসিডেন্টের প্রতি এত মানুষ এই অভিযোগ করেননি।

সব মিলিয়ে মাত্র ২০ শতাংশ অংশগ্রহণকারী বাইডেনের সার্বিক পারফরম্যান্সে জোরালো সমর্থন জানিয়েছেন, বিপরীতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ৪৫ শতাংশ মানুষ।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার জন্য বাইডেনের বয়সকে সমস্যা মনে করছেন ৭৪ শতাংশ মানুষ। গত মে মাসে এর হার ছিল ৬৮ শতাংশ।

ট্রাম্প
জরিপে বাইডেনের ঠিক বিপরীত চিত্র সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ২০২১ সালের জানুয়ারিতে তিনি যখন ক্ষমতা ছাড়েন, তখন তার কাজে সন্তুষ্ট ছিলেন মাত্র ৩৮ শতাংশ মার্কিনি। কিন্তু এখন ৪৮ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের পারফর‌ম্যান্স ভালো ছিল।

নির্বাচন
ডেমোক্র্যাটি পার্টির সমর্থক ও দলটির প্রতি আগ্রহ রয়েছে এমন মানুষদের মধ্যে ৬২ শতাংশই বলেছেন, ২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হিসেবে তারা বাইডেনের পরিবর্তে অন্য কাউকে চান। এক্ষেত্রে মাত্র এক-তৃতীয়াংশ বাইডেনকে সমর্থন করেছেন।

এদিক থেকেও সুবিধাজনক অবস্থানে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান পার্টির সমর্থক ও দলটির প্রতি আগ্রহী মানুষদের মধ্যে ৫৪ শতাংশ বলেছেন, তারা প্রার্থী হিসেবে ট্রাম্পকেই চান।

ট্রাম্পের বিকল্প হিসেবে ১৫ শতাংশ সমর্থক রন ডেসান্টিসকে চেয়েছেন। সম্ভাব্য অন্য প্রার্থীদের প্রতি সমর্থন দিয়েছেন খুব সামান্য মানুষ।

২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। জরিপে ৫১ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন, নির্বাচনে তারা ট্রাম্পকে সমর্থন দেবেন। আর বাইডেনের পক্ষে কথা বলেছেন মাত্র ৪২ শতাংশ মানুষ। অর্থাৎ, বাইডেনের চেয়ে ১৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছেন ট্রাম্প।

সূত্র: এবিসি নিউজ

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *