শিরোনাম

জর্ডানে ড্রোন হামলায় ৩ মার্কিন সেনা নিহত

Views: 50

চন্দ্রদীপ ডেস্ক : জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সিইএনটিসিওএম)। খবর বিবিসির।

ওই বিবৃতিতে বলা হয়, সিরিয়া সীমান্তের কাছে জর্ডানের উত্তরপূর্বাঞ্চলের একটি ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে তিন সেনা নিহত ও ২৫ জন আহত হয়েছেন। ওয়ানওয়ে ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়েছে।

গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। তবে এই প্রথম ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হামলায় সেনাদের মৃত্যুর ঘটনা ঘটল।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *