শিরোনাম

জলবায়ু তহবিলের দাবিতে কলাপাড়ায় সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

Views: 34

পটুয়াখালী প্রতিনিধি :: জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষয়-ক্ষতি মোকাবেলায় জলবায়ু তহবিলের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় “সাইকেল র‌্যালি” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলের প্রাঙ্গণে ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা(ধরা), এশিয়ান এনার্জি নেটওয়ার্ক, এপিএমডিডি এর উদ্যোগে এই র‌্যালির আয়োজন করা হয়। সাইকেল র‌্যালিটি বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয় এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সাইকেল র‌্যালি শেষে বক্তব্যে ওয়াটারকিপার্স বাংলাদেশ এর আঞ্চলিক সমন্বয়ক মেজবাহ উদ্দিন মান্নু বলেন, বিশ্বব্যাপী অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, বন্যা, ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগের কারণ হিসাবে জলবায়ু পরিবর্তনকেই দায়ী করা হচ্ছে। দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তন সমগ্র বিশ্বের সমস্যা হলেও বাংলাদেশের মতো দরিদ্র দেশগুলো এর ভয়াবহ পরিণতি ভোগ করছে সবচেয়ে বেশি। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগণকে রক্ষা করা তাদের নৈতিক দায়িত্ব। আমরা প্রত্যাশা করি, উন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে।

ফাতেমা-হাই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, কয়লাভিত্তিক জ্বালানির ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে ২০২১ সালের পর কয়লানির্ভর নতুন কোনো বিদ্যুৎ প্রকল্প অনুমোদন ও অর্থায়ন না করার ঘোষণা দেওয়ার দাবি জানান। জলবায়ু সম্মেলনে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর একটি আলাদা তহবিল সৃষ্টির দাবি করছি।

আরও উপস্থিত ছিলেন আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক নাজুস সাকিব, সিপিপি টিম লিডার ওমর পাটোয়ারীসহ অন্যান্য পরিবেশ কর্মী বৃন্দ।

সাইকেল র‌্যালিতে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা কলাপাড়াবাসী, কুয়াকাটা বয়েজ ক্লাব, কুয়াকাটা ট্যুর গাইড এবং কুয়াকাটা তরুন ক্লাবের সহযোগিতায় সাইকেল র‌্যালিটি অনুষ্ঠিত হয়।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *