বরিশাল অফিস: বিভিন্ন দেশের সাথে বাংলাদেশও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বৈশ্বয়িক পরিবর্তন ঘটছে। বিশ্বের উন্নতদেশগুলোর লাগামহীন কার্বন নিঃসরণ ও ফসিল ফুয়েলের ব্যবহার, নি¤œ আয়ের দেশগুলোকে দিন দিন সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে পরিণত করছে। সবুজ পৃথিবী গড়ে তুলতে বরগুনার আমতলীতে একশন এইডের সহযোগিতায় বেসরকারী সংস্থা এনএসএস ক্লাইমেট স্ট্রাইক আয়োজনে বিশ্ব জলবায়ু ধর্মঘট এবং মানববন্ধন পালন করা হয়েছে।
শুক্রবার সকালে আমতলী প্রেসক্লাবের সামনে বিশ্ব জলবায়ু ধর্মঘট ও মানববন্ধনে উপস্থিত ছিলেন, এনএসএস’র নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা, প্রেসক্লাবের সভাপতি খায়রুল বাশার বুলবুল সাংবাদিক জাকির হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন ও শিউলী মালা প্রমুখ। এছাড়াও কর্মসূচিতে ইয়ুথ ফোরামের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।