শরীয়তপুর জেলার জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জাজিরা থানা ভবনের তৃতীয় তলার নিজ কক্ষ থেকে এই লাশটি উদ্ধার করা হয়। ওসি আল আমিন বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাজিরচর গ্রামের মৃত হাজী বেলায়েত হোসেন বেপারীর ছেলে ছিলেন। তিনি ৩ ভাই ও ২ বোনের মধ্যে সবার ছোট। তার মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, ওসি আল আমিনের ভাই মধুমতি ব্যাংকের কর্মকর্তা আবুল কালাম জানান, আল আমিনের স্ত্রী শরিফুন্নেছা পপি এবং জমজ দুই মেয়ে রাদিয়া ও রাফিয়া রয়েছেন। তারা ঢাকার ভিকারুন্নেছা নূন স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। প্রায়ই তারা গ্রামের বাড়িতে আসতেন না। আল আমিনের মা ২০২৩ সালে মৃত্যুবরণ করেন এবং চার মাসের মধ্যেই বড় ভাই আব্দুস সালামেরও মৃত্যু হয়।
তিনি আরও জানান, বেশ কিছুদিন ধরেই আল আমিন মানসিক চাপের মধ্যে ছিলেন, তবে কী কারণে দুশ্চিন্তায় ছিলেন তা কারও সঙ্গে শেয়ার করেননি। আল আমিনের স্ত্রী শরিফুন্নেছা পপিও স্বামীর মৃত্যুর সংবাদ পেয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছেন।
ওসি আল আমিনের প্রতিবেশী মামুন মাতুব্বর বলেন, “ওসি আল আমিন অনেক ভালো মানুষ ছিলেন। যদিও তিনি গ্রামে বেশি আসতেন না, তবে সবার সঙ্গে ফোনে যোগাযোগ রাখতেন। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম