শিরোনাম

জাতীয়করণের দাবি বরিশাল বিভাগের শিক্ষক-কর্মচারীদের

Views: 30

বরিশাল অফিস :: চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে সমাবেশ করেছে বরিশাল বিভাগের বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা। এ সময় নিজদের নানা দুর্দশা ও বৈষম্যের চিত্র তুলে ধরে দ্রুত সময়ে তাদের দাবি পূরণের আলটিমেটাম দেন তারা।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) একাংশের বরিশাল মহানগর ও জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। শনিবার দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার (টাউন) হলে এ কর্মসূচি পালন করেন শিক্ষকেরা।

এ সময় ঝালকাঠি থেকে আসা শিক্ষক নূরে আলম বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে একই সিলেবাস, একই সিস্টেম কিন্তু দুই ধরনের প্রতিষ্ঠানের মধ্যে বিস্তর বৈষম্য। সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকেরা মূল বেতনের ৫০ শতাংশ হারে বাড়িভাড়া পেলেও আমরা পাই ১ হাজার টাকা। বাংলাদেশে কোথায় বাড়িভাড়া ১ হাজার টাকা আছে সেটা সরকারের কাছে জানতে চাই।

বানারীপাড়ার চাখার শের-ই-বাংলা একে ফজলুল হক ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক মো. আব্দুর রাজ্জাক বলেন, আমাদের দাবি একটাই সেটা হলো জাতীয়করণ। সরকারি শিক্ষকেরা চিকিৎসা ভাতা ১৫০০ টাকা পেলেও আমাদেরকে দেয়া হয় ৫০০ টাকা। উৎসব ভাতা, বাড়িভাড়াসহ প্রতিটি জায়গায় সরকারি আর বেসরকারি শিক্ষকদের মধ্যে বৈষম্য আছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন। সমাবেশে সভাপতিত্ব করেন বাকশিস বরিশাল জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ মো. রুহুল আমিন বেপারী।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *