মুসলিম জাতীয়তাবাদী রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদ তাদের ৭৭ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। বুধবার (১৮ ডিসেম্বর) এ কমিটি ঘোষণা করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আনিসুর রহমানকে রাজনৈতিক প্রধান, মোহাম্মদ শাফিউর রহমানকে সাংগঠনিক প্রধান, খোমেনী ইহসানকে আহ্বায়ক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হাসান মোহাম্মদ আরিফকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
এছাড়া, কমিটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাস করা নারী, গবেষক, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, উদ্যোক্তা, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার ব্যক্তিদের বিভিন্ন দায়িত্বে মনোনীত করা হয়েছে।
জাতীয় বিপ্লবী পরিষদ ১৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আত্মপ্রকাশ করে। সেদিন দোয়া মাহফিল শেষে সংগঠনটির শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশ করে। দলটির গঠনের পরিপ্রেক্ষিতে দলের লক্ষ্য হচ্ছে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধান প্রণয়নের জন্য জনগণকে সংগঠিত করে রাজনৈতিক সংগ্রাম গড়ে তোলা।
এছাড়া, ছয় মাসের জন্য গঠিত আহ্বায়ক কমিটি দেশের সব গুরুত্বপূর্ণ নাগরিকের সঙ্গে যোগাযোগ করে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য তৈরি করতে কাজ করবে। একই সময়ে দলটি ঢাকা সহ দেশের সব বিভাগ, মহানগর, জেলা ও থানা পর্যায়ে কমিটি গঠন করবে। গঠনতন্ত্র প্রণয়ন, দলীয় তহবিল গঠন ও কেন্দ্রীয় কার্যালয় প্রতিষ্ঠা করে মে মাসে প্রথম কেন্দ্রীয় কাউন্সিল করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধান প্রণয়নের জন্য চূড়ান্ত আন্দোলনের ডাক দেবে দলটি।