চন্দ্রদ্বীপ ডেস্ক :: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আটটি জাতীয় দিবস বাতিল করার আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (১৬ অক্টোবর) এই সিদ্ধান্তের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবসহ সব মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের কাছে আদেশ পাঠানো হয়েছে।
বাতিল হওয়া দিবসগুলো হলো: ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস, এবং ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস।
উল্লেখ্য, সাম্প্রতিক প্রেক্ষাপট বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।