শিরোনাম

জানুয়ারিতে যুব উৎসবে যোগ দিতে বাংলাদেশ আসছেন ফিফা প্রেসিডেন্ট

Views: 14

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিতব্য যুব উৎসবে যোগদানের জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে কপ ২৯ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এই সময় প্রধান উপদেষ্টা ফিফা প্রেসিডেন্টকে যুব উৎসবে যোগদান করতে আমন্ত্রণ জানান এবং বাংলাদেশের নারী ফুটবল দলের উন্নয়ন ও অন্যান্য বিশ্বখ্যাত নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার জন্য তার সহযোগিতা কামনা করেন।

এর আগে, সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং তার সফরসঙ্গীরা আজারবাইজান পৌঁছান। জলবায়ু সম্মেলন উপলক্ষ্যে তিনি ১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত আজারবাইজানে রাষ্ট্রীয় সফরে রয়েছেন।

কপ-২৯ জলবায়ু সম্মেলনে অধ্যাপক ইউনূস বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বক্তব্য রাখবেন এবং সম্মেলনে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক হবে। এই সম্মেলনেও বাংলাদেশ যে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করছে, তা তুলে ধরা হবে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *