শিরোনাম

জামায়াতের আমির নারীরা নির্ভয়ে সব কাজে অংশ নেবে

Views: 18

চন্দ্রদ্বীপ ডেস্ক :: জামায়াতে ইসলামী কখনো রাষ্ট্রক্ষমতায় এলে জাতিকে বিভক্ত করতে দেবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি শনিবার চাঁপাইনবাবগঞ্জে দলের সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আমরা মানবিক বাংলাদেশ চাই। কোনো বৈষম্য থাকবে না। নারীরা নির্ভয়ে সব কাজে অংশ নেবে।”

চাঁপাইনবাবগঞ্জে জেলা জামায়াতের উদ্যোগে পৌর এলাকার নতুনহাটের হেফজুল উলুম কামিল মাদ্রাসা ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ডা. শফিকুর রহমান আরও বলেন, “মানুষের যে কোনো দল ও ধর্ম করার অধিকার আছে। আমরা মেজরিটি-মাইনোরিটি মানি না। ধর্ম, দল বেছে নেওয়ার অধিকার প্রত্যেক মানুষের।” তিনি বলেন, “জামায়াত জনগণের অধিকার নিশ্চিত করে সবার কথা বলার সুযোগ রেখে সার্বভৌম বাংলাদেশ গড়তে চায়।”

তিনি জামায়াতের রুকনদের সুন্দর বাংলাদেশ গড়ার কাজে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে বলেন, “নতুন বাংলাদেশে কেউ ঘুষ দেবে না। ঘুষ নেওয়ার দুঃসাহস দেখাবে না।” জামায়াতের আমির বলেন, “আমরা খুন, গুম, হত্যার ন্যায়বিচার চাই।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লতিফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মুখলেসুর রহমান প্রমুখ।

নওগাঁয় রুকন সম্মেলনে শফিকুর রহমান বলেন, “যারা একটি জাতিকে বিভক্ত করে, তারা জাতির মঙ্গল চায় না। এই বিভক্তি আর চলতে দেওয়া যায় না।” তিনি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *