চন্দ্রদ্বীপ ডেস্ক :: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী কখনো দেশ পরিচালনার দায়িত্ব পেলে মালিক হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করবে। তিনি বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জামায়াতে ইসলামী নওগাঁ জেলার সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ও সমর্থনের জন্য তাদের দুয়ারে দুয়ারে যাব এবং কৃতজ্ঞতা আদায় করার সুযোগ নেব। জামায়াতের আমির বলেন, যারা অতীতে মালিক হয়েছেন তাদের পরিণতি আমাদের চোখের সামনে রয়েছে।
শফিকুর রহমান বলেন, “মানুষের সঙ্গে গাদ্দারি করলে কি হয়, ধোঁকা দিলে কি হয়, মালিক বনলে কি হয়, জলুম করলে কি হয়”-এর থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত।
তিনি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, “যারা জাতিকে টুকরা টুকরা করে, তারা কখনো জাতির মঙ্গল চান না। আমরা দল-মত নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।”
জামায়াতকে বাংলাদেশের সবচাইতে মজলুম দল বলে উল্লেখ করে তিনি বলেন, “সাড়ে ১৫ বছরের শাসনামলে আওয়ামী লীগ খুন, ধর্ষণ, লুণ্ঠন করেছে। আমাদের নেতাকর্মীদের হত্যা ও গুম করেছে।”
শফিকুর রহমান বলেন, “জুলাই আন্দোলনের কৃতিত্ব দেশের ১৮ কোটি মানুষের। এই আন্দোলন মানুষের মুক্তির সংগ্রামের আন্দোলন ছিল।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির খ ম আব্দুল রাকিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন ও রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক রফিকুল ইসলাম।