জামালপুরে ট্রাক এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইতে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন। স্থানীয় পুলিশ ও এলাকাবাসীর তথ্য অনুযায়ী, টাঙ্গাইল জেলার মধুপুর থেকে জামালপুরে আসছিল একটি সিএনজি, আর ঢাকাগামী একটি ট্রাকের সাথে তার মুখোমুখি সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনায় সিএনজি চালক আব্দুর রাজ্জাকসহ ৪ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। তাদের মধ্যে এনাম ফকির, আরিফুল ইসলাম, আব্দুল করিম আলাল, আলম মিয়া মিলিটারি অন্তর্ভুক্ত। একমাত্র বেঁচে যাওয়া যাত্রী আমজাদ ফকির গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায় এবং সিএনজির বাকী দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠালে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান এখনও চলছে। দুর্ঘটনা ঘটানোর পর ট্রাকটির চালক পালিয়ে যাওয়ায়, পুলিশ কাউকে আটক করতে পারেনি।
এদিকে, দুর্ঘটনার পর জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম