শিরোনাম

“জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন: যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না”

Views: 13

কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় জিয়া পরিবারের অসামান্য অবদান রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার প্রথম ঘোষণা উচ্চারণ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার ফলে, যখন দেশের মানুষ অনিশ্চিত ও অন্ধকারময় ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন মেজর জিয়াউর রহমানের সাহসী কণ্ঠে স্বাধীনতার ঘোষণা শোনা যায়।

শনিবার (১৬ নভেম্বর) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার জিয়ানগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী ভাষণে তিনি এসব কথা বলেন।

মুন্না আরও বলেন, “জিয়াউর রহমানের শাসনামল সংক্ষিপ্ত হলেও তিনি বাংলাদেশের ঐতিহাসিক উন্নতি ও পরিচিতি প্রতিষ্ঠা করেছেন বিশ্বমঞ্চে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে গেছে। তিনি ইরাক-ইরান যুদ্ধ বন্ধে তাঁর অবদান রেখেছেন, যা খুব কম মানুষ জানে।”

জিয়াউর রহমান কৃষি বিপ্লব ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর খাল কাটা কর্মসূচি এবং জনশক্তি রপ্তানির মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রার আয় বৃদ্ধি পেয়েছিল।

এসময় আবেগাপ্লুত হয়ে তিনি আরও বলেন, “চট্টগ্রামে এসে আমি আবারো শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। এই শহরের সাথে তার সম্পর্ক অম্লান এবং বিএনপির শিকড় এখানেই।”

কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সংক্ষিপ্ত কিন্তু বর্ণাঢ্য জীবন দিয়ে ইতিহাস রচনা করেছেন। তাঁর অবদান আগামী প্রজন্মের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য। বহু বছর ধরে তাঁর নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয়ে শহীদ জিয়াউর রহমান চিরকাল বেঁচে থাকবেন।”

এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ শাহেদ, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন সহ অন্যান্য নেতারা।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *