বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে লিফলেট বিতরণ, সমাবেশ ও জনসংযোগ কর্মসূচি পরিচালনা করবে, যার মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে ‘জুলাই ঘোষণাপত্র’ সম্পর্কে সচেতন করা। এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং পেশাজীবী মানুষদের কাছে পৌঁছানো হবে।
শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “গত ৩১ ডিসেম্বর শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ আন্দোলনের মাধ্যমে ১৫ জানুয়ারির মধ্যে জুলাই প্রক্লেমেশন ঘোষণার দাবি জানানো হয়েছে। আমাদের দাবির প্রতি আমরা দৃঢ় বিশ্বাসী, কারণ এই ঘোষণাপত্র জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।”
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “সরকার এখনও জুলাই ঘোষণাপত্র নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখায়নি, যা আমাদের জন্য উদ্বেগের বিষয়। এই অভ্যুত্থানে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা খুবই প্রয়োজন এবং আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, যাতে শিগগিরই এই বিষয়ে কাজ শুরু হয়।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী সরকারের শাসনামলে সাধারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল, কিন্তু আমরা এখন প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে পৌঁছানোর জন্য প্রস্তুত।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই জনসংযোগ কর্মসূচি পরিচালনা করবে এবং তা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং পেশাজীবী সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে।
“মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”