শিরোনাম

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বিএনপির আলোচনা, সময় প্রয়োজন

Views: 2

বিএনপি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে দলীয়ভাবে এবং শরিকদের সঙ্গে আলোচনা না করায়, এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাচ্ছে না। দলটি মনে করছে, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও সময় প্রয়োজন।

এক্ষেত্রে, বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “আমাদের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার সঙ্গে আজ দেখা করবেন।” বিএনপির শরিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করলে তারা ঘোষণাপত্র নিয়ে মতামত প্রদানে সময়ের অপ্রতুলতার কথা জানিয়েছেন।

এছাড়া, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পূর্বে বলেছিলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের কাছ থেকে ঘোষণার খসড়াপত্র পেয়েছি এবং তিনি অনুরোধ করেছেন এ বিষয়ে আমাদের মতামত জানানোর জন্য। কিন্তু এক দিনের নোটিসে তাদের পক্ষে মতামত জানানো সম্ভব নয়।”

মির্জা ফখরুল আরও বলেন, “বিষয়টি এত বেশি সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ যে, এটা একদিনের নোটিসে করা সম্ভব নয়। আমরা এ বিষয়ে আলোচনা করেছি, এবং আরও আলোচনা করছি। আমাদের অন্যান্য দলও আছে; তাদের সঙ্গে আলোচনা করতে হবে। সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলতে হবে, কারণ ঘোষণাপত্রে সংবিধানের ব্যাপারও রয়েছে।”

গতকাল রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ফরেন সার্ভিস একাডেমিতে ১৬ জানুয়ারি বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করবে।

মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম সর্বদলীয় বৈঠক সম্পর্কে জানান, এই বৈঠকের মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। ওই দিনই স্পষ্ট হবে কবে ঘোষণাপত্রটি জারি করা হবে এবং সরকার কীভাবে ঘোষণাপত্র জারির বিষয়ে ভূমিকা রাখবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *