Views: 31
পটুয়াখালী প্রতিনিধি: জেলার সকল উলামায় কেরামগণ একত্রিত হয়ে সম্মিলিত ভাবে ইসলামের সঠিক দাওয়াত সকল মুসলমানদের কাছে পৌঁছে দিতে জেলা মডেল মসজিদে অবস্থান করে প্রতিদিন নিদিষ্ট সময়ে বিষয় ভিত্তিক আলোচনা পেশ করছেন।
জেলার সম্মানিত উলামায় কেরামগণের এই বিশেষ উদ্যোগের দাওয়াত পৌঁছে দিতে বৃহস্পতিবার রাতে পটুয়াখালী জেলা প্রেসক্লাবে আসেন জেলা ইমাম পরিষদ ও বড় জামে মসজিদের খতিব মাওলানা মো. আবু সাঈদসহ চার সদস্যের প্রতিনিধি দল।
এসময় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ সহ পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।