মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার কলাপাড়ায় আলীপুর মৎস্য বন্দরে জেলেদের জালে ধরা পড়েছে ৪টি পাখি মাছ (সেইল ফিশ)। পরে মাছগুলো ডাকের মাধ্যমে ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
সোমবার (২২ জানুয়ারি) বিকেলে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এই মাছ চারটি নিয়ে আসেন ফারুক আকন নামের এক জেলে। পরে বন্দরের নাঈম নামের এক আড়তদার মাছগুলো ২৫ হাজার টাকায় কিনে নেন। এ সময় মাছগুলো দেখতে অনেকেই ভিড় জমান।
জেলে ফারুক বলেন, গত তিনদিন আগে মাছগুলো আমার জালে উঠে। এরপর আজকে আলীপুর এসে বিক্রি করেছি। বছরে দুই একবার এ ধরনের বড় মাছ জালে উঠে।
আড়তদার নাইম বলেন, এই মাছগুলো বেশ দ্রুত গতিসম্পন্ন তাই অনেকে পাখি নামেও চিনে। বেশ সুস্বাদু হওয়ায় এই মাছের চাহিদা অনেক। আজকের মাছ চারটির ওজন ১৪০ কেজি। ২৫ হাজার টাকায় কিনে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেছি। আশা করছি, ভালো দাম পাব।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মাছগুলো খেতে বেশ সুস্বাদু হওয়ার দেশের বাইরে এর বেশ চাহিদা রয়েছে। এর ইংরেজি নাম সেইল ফিস ও বৈজ্ঞানিক নাম Istiophorus platypterus।