শিরোনাম

ঝড়ের কবলে বঙ্গোপসাগরে দুই ট্রলার ডুবি

Views: 30

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ২৯ জেলেসহ দুইটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। শুক্রবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

পরে কাছাকাছি থাকা অন্য ট্রলার সাগরে ভাসমান অবস্থায় ২৮ জনকে উদ্ধার করলেও রবিউল নামের এক জেলে এবং ডুবে যাওয়া ট্রলার ও জাল উদ্ধার করতে পারেনি। উদ্ধারকৃত জেলেরা রাঙ্গাবালী উপজেলার কাজীকান্দা ও মৌডুবী গ্রামের বাসিন্দা।

মহিপুর গাজী ফিসের স্বত্বাধিকারী মজনু গাজী বলেন, রাঙ্গাবালী উপজেলার মৌডুবীর রশির মেম্বারের এফবি মুনিয়া ট্রলারটি আমার আড়ত থেকে সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্য ছেড়ে যায়। আজ দুপুরের পর হঠাৎ ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় কাছাকাছি থাকা অন্য মাছ ধরা ট্রলার ডুবে যাওয়া ট্রলারের ১৪ জেলেকে উদ্ধার করে। কিন্তু ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

এফভি জোবায়ের ট্রলারের মালিক ইলিয়াস মৃধা রাঙ্গাবালী উপজেলার কাজীকান্দা গ্রামের বাসিন্দা। তিনি জানান, বৃহস্পতিবার রাতে মহিপুর বন্দর থেকে তার ট্রলারটি ছেড়ে যায়। আজ শুক্রবার বেলা ১২টার দিকে জাল ফেলার সময় আকস্মিক ঝড় এবং উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এতে প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মহিপুর মৎস্য আড়ত সমবায় সমিতির সাধারণ সম্পাদক রাজা মিয়া জানান, মহিপুর মৎস্য আড়ত সমবায় সমিতির দুটি মাছ ধরা ট্রলার শুক্রবার সমুদ্রে ডুবে গেছে। ট্রলারে থাকা ২৯ জেলের মধ্যে ২৮ জেলেকে উদ্ধার করলেও এখনো একজন নিখোঁজ রয়েছে। এছাড়া ট্রলার দুটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *