পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকি উপজেলায় ৭ এপ্রিল মাত্র ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত হওয়া কদমতলা কলেজ পরিদর্শন করেছেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার।
বুধবার দুপুর ২টায় কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে এলাকা দেখে গেলাম এবং কলেজটি নিজের দেখা প্রয়োজন ছিল। ঝড়ে ক্ষতিগ্রস্ত কলেজটি পাকা ভবন নির্মাণ ও এমপিওভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
আরো পড়ুন : পটুয়াখালীতে ঈদের জামায়াত অনুষ্ঠিত
কলেজ প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গ্রামীণ এলাকায় এরকম একটি কলেজ হওয়া দুঃসাধ্য ব্যাপার। এ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কলেজটি ব্যাপক ভূমিকা রেখে চলছে।
তিনি আরও বলেন, কলেজটি এমপিওভুক্ত করার জন্য প্রয়োজনে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলব; প্রধানমন্ত্রীর কাছেও অনুরোধ করব। এটা নিঃসন্দেহে এই কলেজের শিক্ষক ও স্টাফদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার শাহিন মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ আল মামুন, আয় লেবুখালী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম তুহিন, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ হান্নান প্রমুখ।