পিলখানা ট্রাজেডির ঘটনায় চাকরিচ্যুত হওয়া বিডিআর সদস্যদের পুনর্বহাল, কারাবন্দিদের মুক্তি এবং হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের বিচারের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ‘বিডিআর কল্যাণ পরিষদ’ জেলা শাখার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা মানববন্ধনে অংশ নেন।
ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা বিডিআর সদস্যদের প্রতি বিদ্যমান অবিচার বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
ডিএডি সাখাওয়াত হোসেন বলেন, “পিলখানা ট্রাজেডির প্রকৃত দোষীরা এখনো শাস্তি পায়নি। নিরপরাধ সদস্যদের পুনর্বহাল ও আটক সদস্যদের মুক্তি দেওয়া জরুরি।”
হাবিলদার গিয়াস উদ্দিন উল্লেখ করেন, “আমাদের আত্মসম্মানহানি হয়েছে। আমরা ন্যায়বিচার চাই।”
বিডিআরের সন্তান জেসমিন আক্তার বলেন, “আমার বাবা এবং তার সহকর্মীরা অন্যায়ভাবে ভোগান্তির শিকার। আমরা তাদের সম্মান ফিরিয়ে দেওয়ার দাবি জানাই।”
বক্তারা তৎকালীন ঘটনায় ভুলভাবে চাকরিচ্যুত হওয়া সদস্যদের পুনরায় চাকরিতে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি পিলখানা ট্রাজেডির ঘটনায় প্রকৃত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিও তোলেন।
“মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”