বরিশাল অফিস;: ঝালকাঠি নলছিটি উপজেলার ৮ নম্বর সিদ্ধকাঠী ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আকতারকে চৌদ্দবুড়িয়া কাজী বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক কাজী জিয়াউল আহসান ফুয়াদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শনিবার রাতে চেয়ারম্যান জেসমিন কাজীকে গ্রেফতার করে পুলিশ।
গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের দিন রাতে অজ্ঞাত সন্ত্রাসীদের হাতে খুন হন কাজী জিয়াউল আহসান ফুয়াদ।
জেসমিন কাজী নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত ওবায়েদ কাজীর স্ত্রী। ওবায়েদ কাজী ওই ইউনিয়নে একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৪ সালে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। স্বামীর মৃত্যুর পর জেসমিন কাজী দুইদফা চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন।
ফুয়াদ কাজী জেসমিন কাজীর দেবর এবং প্রয়াত ওবায়েদ কাজীর ছোট ভাই।