শিরোনাম

ঝালকাঠিতে বড় ভাইকে পিটিয়ে হত্যা করলো ছোট ভাই

Views: 35

 বরিশাল অফিস ;: ঝালকাঠিতে পারিবারিক বিরোধের জেরে বড় ভাই সুজন তালুকদার (৩৫)-কে পিটিয়ে হত্যা করার অভিযোগে ছোট ভাই স্বপন তালুকদার (৩০)-কে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

শুক্রবার (৩ মে) দুপুরে ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে স্বপনকে গ্রেফতার করা হয়।

রাতে বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‌্যাব-৮-এর উপ-পরিচালক লে. কমান্ডার মুহতাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৩০ এপ্রিল ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের গোবিন্দধবল গ্রামে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই সুজন তালুকদারকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে স্বপন তালুকদার। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তখন অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে ভর্তি না করে তাকে রিলিজ দিয়ে দেওয়া হয়। ওই দিন রাতেই সুজনের মৃত্যু হয়।

এ ঘটনায় সুজনের স্ত্রী রিয়া বেগম ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলা হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে স্বপনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *